স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এক বছর কাটিয়ে ফেলেছেন, এখন চলছে আরও এক বছর। তবে এই মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। তবে পিএসজির চাওয়া মেসি যেন অন্য কোথাও না যান।
পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পসের ইচ্ছে, মেসি আরো তিন বছর এই ক্লাবেই থাকুক। আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাম্পস বলেন, ‘আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম সে থাকতে চায় কি না। এটাও বলেছি, আমি আশা করি সে আমার সময়টুকু (তিন বছর) থাকবে। আমি মেসিকে নিয়ে খুবই সন্তুষ্ট। ’
তবে মেসি পিএসজিতে থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। দলবদল বিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, এখনো কোনো সিদ্ধান্ত জানাননি মেসি। কাতার বিশ্বকাপের পরই সিদ্ধান্ত নেবেন সাতবারের ব্যালন ডি’অরজীয় এই তারকা।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫