শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : বিশ্ব ওজন দিবস উপলক্ষে র্ক্বন নিঃস্বরণ কমানোর দাবিতে নেত্রকোনায় জনসচেতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংগঠন বারসিক। এতে বক্তব্য দেন- বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী ওহিদুর রহমান, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল,কর্মসূচি কর্মকর্তা খাদিজা আক্তার, রোকসানা রুমি, যুব সংগঠক পার্থ প্রতিম সরকার, কবি তহুরা খাতুন। পরে পাশেই বকুল তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৪১