বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন শারদীয দূর্গা পূজা উদাযাপন উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, বোচাগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিরভদ্র রায়, সাধারণ সম্পাদক বিশ^নাথ চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দুলাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রভাষক স্বাধীন চন্দ্র রায়, নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী প্রমুখ। উক্ত মত বিনিময় সভায় বোচাগঞ্জ উপজেলার ৮৪টি পূজা মন্ডপের সভাপতি/সম্পাদকগন উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৫২