মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বিরামপুরের পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটের ঘটনায় ১২ জনকে আসামী করে মেরিনা বেগমের আদালতে মামলা দায়ের করেন। বিরামপুর উপজেলার দিওড় ইউপির ১নং ওয়ার্ডের কুচিয়ার মোড় গ্রামে মোঃ শামীম এর স্ত্রী মেরিনা বেগম (২৭) এর দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় যে, বিরামপুর উপজেলা মৌজার কানচগাড়ী, জেএল নং-১২৩, খতিয়ান নং-১২, দাগনং-২৩, ০৩ একর ৮০ মধ্যে ৪১ শতক, খতিয়ান নং-৫৮, দাগনং-১৪১, ৫৭একর ২৪.৫ মধ্যে ৪১ শতক জমি মামলার বাদি ও তার পরিবারের ওয়ারশিদের স্বত্ব দখলীয় সম্পত্তি জমি জবর দখল কারীরা আইন অমান্য কারী ও মামলাবাজ লোক।
উক্ত তফসিল বর্ণিত সম্পত্তি সহ অপরাপর সম্পত্তি নিয়ে দিওড় ইউপির কুচিয়ার মোড় গ্রামে মোঃ মনছের আলীর পুত্র আলী হোসেন (৪০) গংদের সাথে জমি নিয়ে মোছা মেরিনা বেগম এর সাথে সিভিল ও ফৌজদারী মামলা চলমান রয়েছে যাহার মামলা নং-৫৪/২০২২অন্য, বিরামপুর সহকারী জজ ২৫পি/২২ (বিরামপুর) ধারা ১৪৪কা:বি এবং ১৪৯ সি/২০২২। গত ২০/০৮/২০২০ইং তারিখে প্রতিপক্ষ মোঃ আলীম হোসেন গংরা তার জমিতে গিয়ে জোর করে দখল করার চেষ্টা করে এবং তাদেরকে বাঁধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে মেরিনা বেগম ও তার স্বামী মোঃ শামীম ও মাতা মোছা রওশন আরা কে বেধম মারপিট করে মারাত্বক ভাবে আহত করেন মেরিনা বেগম এর মাতা রওশন আরা (৪০) মাথায় মারাত্বক জঘম হওয়ায় রক্ত ক্ষরন হলে চিকিৎসক ৩টি সেলায় দেন। গত ০৫/০৯/২০২২ ইং তারিখে সোমবার বেলা ১১টায় মেরিনা বেগম ও আবু আনসারীকে মারপিট করেন এবং তার স্বামীর হাত ভেঙ্গে দেন এতে মেরিনা বেগম এর ৭ বছর এর শিশু শ্রাবণী কে মারপিট করলে তার পায়ের তালু ও অঙ্গুল কেটে যায়।
এতে সে গুরুত্বর আহত হন ঐ দিন স্থানীয় লোকজন তাদেরকে বিরামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। ০৫/০৯/২০২২ ইং তারিখে ৯৯৯ এ ফোন দিলে আইন শৃঙ্ঘলা বাহিনীর সুফল না পাওয়ায় রাতেই থানায় এজাহার দাখিল করেন। থানা কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেন। গত ১৩/০৯/২০২২ ইং তারিখে ১২ জনকে আসামী করে মোছা: মেরিনা বেগম দিনাজপুর আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৭৩/২০২২। মেরিনা বেগম জানান, উল্লেখ্য আসামীরা এই জমির কোন মালিক নয়। তারা জোর পূর্বক জমি দখল করার চেষ্ঠা করছে। বর্তমান মামলার বাদি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তায় ভূগছেন। ন্যায় বিচারের আশায় প্রশানসের দারে দারে ঘুরছেন।
কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৬