ডেস্ক নিউজ : ফেনী সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির সম্মেলন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ফেনীর সালাম কমিউনিটি সেন্টারে ফেনী সদর উপজেলার ও পৌর এলাকার সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী জেলা কমিটির প্রধান উপদেষ্টা ফেনী-৩ আসনের এমপি লে. জেলারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হেনা খান পন্নী, নিগার সুলতানা রানী, বেলাল হোসেন, মো. হেলাল উদ্দিন মিজানুর রহমান মিরু, মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, মো. জহির উদ্দিন মজুমদার প্রমুখ। প্রধান অতিথি বলেন, সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে। জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
আমাদের প্রয়াত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশে মানুষের ভাগ্যের উন্নয়নে দীর্ঘ সময় কাজ করেছেন। তার দেখানো পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে। সম্মেলন শেষে জাফর উল্যা খানকে সভাপতি, রেজাউল আলম শহীদকে সাধারণ সম্পাদক করে ফেনী সদর উপজেলা জাতীয় পার্টি কামিটি ও মো. আলম বাসিকে সভাপতি এবং এমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫