আমিনুর রশীদ চৌধুরী রুমন , শ্রীমঙ্গল প্রতিনিধি : (মৌলভীবাজার) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ জন রোগীদের মধ্যে ৫০ হাজার করে ৪ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস,স্টোকে পেরালাইসেস,জন্মগত থ্যালাসমিয়ায় আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ২০২২ ইং সকাল ১০:৩০ মিনিট সময়ে মাননীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি মহোদয়ের আর.কে মিশন রোড নিজ বাসভবনে ৮ জন রোগীদের মধ্যে ৫০ হাজার করে ৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। এসম উপস্থিত থেকে চেক প্রদান করেন, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি।
এসময় আরো উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেব হোসেন চৌধুরী,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ নেতা,ব্যবসায়ী মোহাম্মদ কদর আলী, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবের আহমেদ প্রমুক।
কিউএনবি/আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০