আলমগীর মানিক,রাঙামাটি : শিক্ষা, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ অবকাঠামো, পূর্ত, স্বাস্থ্য পরিবার কল্যান , সুপেয় পানি ও ধর্মীয় খাতকে গুরুত্ব দিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য সর্বোমোট ৮৩কোটি টাকার বাজেট ঘোষণা করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা পরিষদ এ্যানেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এসময় বাজেট অনুষ্ঠানে জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের সদস্যগন সহ রাঙামাটিতে কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২২/বিকাল ৪.২৬