স্পোর্টস ডেস্ক : খারাপ সময় কাটিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। এশিয়া কাপে তার ব্যাট থেকে নিয়মিত রান আসছে। পাকিস্তানের কাছে সুপার ফোরের ম্যাচ হারের পর বিরাট কোহলি বলেছিলেন, তার খারাপ সময়ে একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউ যোগাযোগ করেননি। কোহলির সেই মন্তব্য নিয়ে এবার মাঠে নামলেন সুনিল গাভাস্কার। রেগেমেগে জানতে চাইলেন, কোহলি ঠিক কার ফোনের অপেক্ষা করছিলেন?
এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে গাভাস্কার বলেছেন, ‘কোহলি ঠিক কাকে ইঙ্গিত করছে সেটা বোঝা যাচ্ছে না। যদি কারো নাম বলত, তাহলে তাকে গিয়ে জিজ্ঞেস করা যেত, সে কোহলির সঙ্গে যোগাযোগ করেছে কি না! আমি শুনেছি কোহলি বলেছে, টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর শুধু ধোনিই তার সঙ্গে যোগাযোগ করেছিল। যদি সে কোনো সাবেক ক্রিকেটারকে ইঙ্গিত করে থাকে, তাহলে কোহলির উচিত তার নাম বলা। সেই ক্রিকেটারকে জিজ্ঞেস করা উচিত, সে কেন কোহলিকে কোনো মেসেজ পাঠাল না?’
উল্লেখ্য, এ বছরের শুরুতে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছাড়েন কোহলি। গত রবিবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি যখন টেস্ট অধিনায়কত্ব ছাড়ি, মাত্র একজন সাবেক ক্রিকেটার আমাকে ফোন করেছিল। অনেকের কাছেই আমার নম্বর আছে। কিন্তু ফোন করেছিল শুধু মহেন্দ্র সিং ধোনি। এর থেকেই বোঝা যায় কে আমার ভালো চায়। সত্যি যদি আমার কথা কেউ ভেবে থাকে, তাহলে সে আমাকে ফোন করে কথা বলতে পারত। ’ কোহলির এই বক্তব্য শুনে গাভাস্কার এত খেপে গেলেন কেন তা বোঝা যাচ্ছে না!
তবে নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে গাভাস্কার আরো বলেছেন, ‘কোহলি কী ধরনের বার্তা পেতে চেয়েছিল? সে কি চেয়েছিল কেউ উৎসাহ দিক? নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর কারো থেকে উৎসাহ চাইবে কেন? ওই অধ্যায় তো শেষ! ১৯৮৫ সালে বিশ্ব ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পর আমি নেতৃত্ব ছাড়ি। সেই রাতে আমরা মজা করেছিলাম, একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। এর থেকে বেশি আর কী প্রত্যাশা করতে পারি? কোহলি এখন সাধারণ ক্রিকেটার হিসেবে খেলছে। তাই খেলাতেই তার মনোযোগ দেওয়া উচিত। অধিনায়ক থাকলে বাকিদের পারফরম্যান্স নিয়ে ভাবতে হতো। এখন তো সেই ভাবনা নেই। ’
কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২২