বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার বিকেলে ট্রেনে কাটা পড়ে এক নারী (৩০) নিহত হয়েছেন। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ফাঁড়িতে নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান ও স্থানীয় সূত্র জানায়, ওই নারী পৌর এলাকার পৈরতলায় বিষন্ন অবস্থায় রেললাইনে বসেছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। ওই নারীর সঙ্গে থাকা একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তার পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সহযোগিতা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫