বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভাবীর দায়ের করা নারী নির্যাতন মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব হোসেইন ফের গ্রেপ্তার হয়েছে। শনিবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিজয়নগর থানার ওসি রাজু আহম্মেদ নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মামলায় রাজুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।
একাধিক সূত্র জানায়, মাহবুবের বড় ভাই সৌদি প্রবাসী জাকির হোসেনের সঙ্গে প্রায় সাত বছর আগে উপজেলার পাইকপাড়া গ্রামের রেহেনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর জাকির আবার সৌদি আরব গেলে রেহেনা ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। কিন্তু মাহবুব প্রায়ই রেহেনাকে নির্যাতন করতেন। রেহেনা ও তাঁর ছেলেকে শ্বশুরবাড়ির কোনো ঘরে থাকতে দিতেন না মাহবুব। এ কারণে রেহেনা বাবার বাড়ি থেকে তিনি লাখ টাকা এনে শ্বশুরবাড়িতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। মাহবুব ও বিদেশ থেকে আসা তাঁর ছোট ভাই মোস্তফা হোসাইন ভবনটি দখল করে নেন।
এদিকে গত বছরের ১ আগস্ট ঈদুল আজহার দিন রেহেনাকে মাহবুব, তাঁর মা, ছোট ভাই ও অন্য দুই ভাবি মারধরসহ নির্যাতন করেন। এ সময় তাঁরা রেহেনার শ্লীলতাহানি করেন ও ৫ বছরের ছেলেকেও মারধর করেন। পরে তাঁরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে রেহেনাকে বাড়ি থেকে বের করেন দেন। রেহেনা বাবার বাড়ি আশ্রয় নেন। এ ঘটনায় সৌদিপ্রবাসী রেহেনার স্বামী জাকির কোনো প্রতিবাদ করেননি। পরে ৪ আগস্ট রেহেনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০০