আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসা থেকে ১১ হাজারের বেশি সরকারি নথি ও ছবি উদ্ধার করেছে এফবিআই। এ ছাড়া ‘গোপনীয়’ হিসেবে চিহ্নিত ৪৮টি ফাঁকা ফাইলও উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার আদালতের প্রকাশিত নথিতে এসব তথ্য পাওয়া গেছে। ওয়েস্ট পাম বিচের মার্কিন জেলা জজ আইলিন ক্যানন তল্লাশিতে নথি উদ্ধারের বিষয়টি প্রকাশ করেন।
গত ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে তল্লাশি অভিযান চালিয়েছিল এফবিআই। ট্রাম্পের বাসা থেকে উদ্ধার হওয়া ১১ হাজারেরও বেশি নথি ও ছবির মধ্যে ১৮টিকে ‘অতিগোপনীয়’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৫৪টিকে ‘গোপনীয়’ হিসেবে রাখা হয়েছে। আর ৩১টি নথিকে ‘গোপনভাবে রক্ষিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ৯০টি ফাঁকা ফাইল উদ্ধার করা হয়েছিল। যার ৪৮টি ছিল ‘গোপনীয়’ হিসেবে চিহ্নিত করা।
ফাইলগুলো কেন ফাঁকা ছিল এবং কোনো নথি হারিয়ে গিয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। বিচার বিভাগ এর আগে আদালতের নথিতে বলেছিল, জুনে ট্রাম্পের বাড়ি থেকে এফবিআই পুনরুদ্ধারের চেষ্টা করার সময় গোপন নথিগুলো ইচ্ছাকৃতভাবে গোপন করার প্রমাণ রয়েছে। উদ্ধারকৃত নথি ৩০ আগস্ট ফাইল করা হয়েছে। এতে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা জব্দ সামগ্রীগুলোর প্রাথমিক পর্যালোচনা সম্পন্ন করেছেন। এ বিষয়ে পরবর্তী তদন্ত চলবে এবং আরো সাক্ষীর সাক্ষাৎকার নেওয়া হবে।
সূত্র : রয়টার্স।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫