মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়। গতকাল শনিবার বিকেল ৩ টায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বিশিষ্ঠ শিল্পপতি ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ এর উপদেষ্ঠা শ্রী রাজু কুমার গুপ্তা এর সভাপতিতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমীর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও কেক কাটেন উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল। শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও স্বত্তাধিকারী, মের্সাস আমিন অটো রাইস ইন্ডাট্রিজ এর আলহাজ্ব মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা র্নিবাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল এর মোঃ আসাদুজ্জামান,ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান, ৪নং বেতদীঘি ইউপির চেয়ারম্যান ও উপাধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম ডাব্লু, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মওলা রঞ্জু, ফুলবাড়ী আওয়ামী যুবলীগের মোকারম হোসেন বিদ্যুৎ, ফুলবাড়ী উপজেলা ক্রীড়া সংম্পাদ সৈয়দ মেহেদী হাসান রুবেল ও ফুলবাড়ী উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদ মোঃ মেহেদী হাসান প্রমুখ।
র্সাবিক তত্বাধানে ছিলেন ফুলবাড়ী পৌর আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার। আয়োজনে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমী। পরিচালনায় ছিলেন ফুলবাড়ী পৌর আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ তারিকুজ্জামান শুভ। প্রতিষ্ঠা বার্ষিকী শেষে বালিকা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ কর্মী ও ফুটবল দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০