চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে শিক্ষক কগোলাম কিবরিয়া নতুন একটি ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। খোঁজ নিয়ে জানা যায়, তিনি যখন ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দিচ্ছেন তখন বিদ্যুৎ ছিলনা। তিনি হাত দিয়ে ধরে তড়িঘড়ি করে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার চেষ্টা করে ছিলেন। এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে এলে তিনি ওই বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এশার নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৫