বিনোদন ডেস্ক : চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এখন পর্যন্ত যে খবর তাতে সুখী দাম্পত্য জীবন কাটছে বলি যুগলের। তাদের পর বিয়ে করে সন্তানের বাবা-মা হওয়ার খবর দিয়েছেন আলিয়া রণবীর। এ নিয়ে কিছুটা চাপে আছেন ক্যাট-ভিকি।
২৯ আগস্ট মুম্বাইতে সবার চোখের আড়ালে শুট সেরে ফেললেন দম্পতি। বান্দ্রার মেহবুব স্টুডিওতে সেটি হয়েছে বলে জানা যায়। এর আগে ভিকি ও ক্যাটরিনা দুজনকেই একসঙ্গে অনেক ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কোনোটাই বেছে নেননি তারা। এই প্রস্তাবে কী এমন আছে, তা জানার জন্য ছটফট করছেন অনুরাগীরা। যদিও এখনই জানার উপায় নেই।
কাজের ব্যস্ততা কাটিয়ে নিভৃতে ছুটি কাটাতে প্রায়ই এদিক-ওদিক উড়ে যান জুটিতে। তাদের অনুরাগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। অন্যদিকে স্বামী-স্ত্রী আলাদা আলাদা ছবিতে কাজ করছেন। ‘গোবিন্দ নাম মেরা’ ছবিতে দেখা যাবে ভিকিকে। সারা আলি খানের সঙ্গে এক প্রকল্পে কাজ করছেন তিনি।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:২১