এসময় মন্ত্রী বলেন, ১৫ই আগস্ট বাংলার মানুষের জন্য এক কলঙ্কিত দিন, যে দিনে আমরা হারিয়েছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাবো। এরই ধারাবাহিকতায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবো। এভাবে করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহব্বান জানান তিনি।
জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আকবর হোসেন মৃধার সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেনের সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানের আলোচকরা হলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমেদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ ভুঁইয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন মূসা, ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হালিম মৃধা এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাভার আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ইমন শিকদারসহ আরো অনেকে।