শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

দৌলতপুরে অবৈধ সার ব্যবসায়ীর ১ লক্ষ টাকা অর্থদন্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১০০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকার অনুমোদিত ডিলার বা সাব-ডিলার না হয়েও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশী দামে সার বিক্রয়ের অপরাধে সাহাবাস আলী (৪৫) নামে এক অবৈধ সার ব্যবসায়ীর ১ লক্ষ টাকা অর্থদন্ড বা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুর ১টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর বাজারে অভিযান চালিয়ে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী অবৈধ সার ব্যবসায়ী সাহাবাস আলীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড বা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। এসময় দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। দন্ডিত অবৈধ সার ব্যবসায়ী সাহাবাস আলী একই গ্রামের মৃত সামছের আলীর ছেলে।

উল্লেখ্য, সারের ডিলার এবং সাব-ডিলারদের অবৈধভাবে মজুদ ও বেশি দামে বিক্রির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit