ডেস্কনিউজঃ চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি শ্রীলঙ্কার জন্য সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাথে আরেক দফা আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে। আজ (শুক্রবার) বিকেলে প্রেসিডেন্টের কার্যালয়ে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়৷ শ্রীলঙ্কার প্রেসিডেন্সিয়াল মিডিয়া ডিভিশন জানিয়েছে যে, প্রেসিডেন্ট বিক্রমাসিংহে জুম প্রযুক্তির মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠকে উভয় পক্ষই ইতিবাচকভাবে মত বিনিময় করেছে।
শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর এ খবর নিশ্চিত করে জানায়ঃ আইএমএফ বিদ্যুৎ খাতের শুল্ক সংশোধন, আবগারি আইন ইত্যাদি সম্পর্কিত অতিরিক্ত তথ্য লাভের জন্য অনুরোধ করে এবং সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয় যে আগামী সোমবারের মধ্যে অনুরোধকৃত তথ্যগুলো সরবরাহ করা হবে। আইএমএফ’র আর্থিক এবং আইন উপদেষ্টারা বৈঠকে যোগ দিয়েছিলেন এবং আগামী বুধবার আরেক দফা আলোচনার জন্য সময় নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নেগোসিয়েশন প্যানেলের প্রধান পিটার ব্রুর, ডেপুটি হেড মাসাহিরো নোজাকি, শ্রীলঙ্কায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্থায়ী প্রতিনিধি তুবাগুস ফেরিধানুসেতয়াওয়ান, প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা সাগালা রত্নায়েকে, প্রেসিডেন্টের সেক্রেটারি সামান একানায়েকে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. নন্দলাল ওয়েরাসিংহে এবং কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কিউএনবি/বিপুল/ ২৬.০৮.২০২২/ রাত ১০.৩৪