বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ফুলবাড়ি চুক্তির ছয় দফা বাস্তবায়ন করে জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ ও বিকল্প জ্বালানি নীতি বাস্তবায়ন করার দাবীতে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল ও সমাবেশ হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির, সদস্য সাজিদুল ইসলাম, আবদুন নূর, অসীম কুমার বর্দ্ধন, আছমা খানম, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতি লাল বণিক, সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ, শ্রমিক নেতা সাহেদ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বিদেশ থেকে জ্বালানি আমদানি না করে দেশে থাকা জ্বালানির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এবং ফুলবাড়ি ট্র্যাজেডিতে হতাহতদের ক্ষতিপূরণ দেয়াসহ ৬ দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানান।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫