বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি রিভলবারসহ ক্রেতা-বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার ঘাটুরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় রিভলবার কেনার জন্য আনা আট হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাব- ১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প সূত্র জানায়, অস্ত্র বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাড়ে নয়টার দিকে ঘাটুরা এলাকার লতিফিয়া মসজিদের সামনে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রের বিক্রেতা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়াসারের শামসু মিয়ার ছেলে মান্না (২৫) ও ক্রেতা কাজীপাড়ার মো. শামসু উদ্দিনের ছেলে মো. শফিউল আলম সাগর (২৪) কে গ্রেপ্তার করা হয়।
কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০