ডেস্ক নিউজ : চিরচেনা ন্যু ক্যাম্পে ফিরছেন সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। তবে বার্সার হয়ে নয়, গার্দিওয়া আসছেন বার্সার প্রতিপক্ষ হয়ে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আজ মুখোমুখি হচ্ছে।
( ম্যাচটি নিয়ে উচ্ছ্বসিত বার্সার সাবেক তারকা আন্দ্রেস ইনিয়েস্তা )
বাংলাদেশ সময় আজ (বুধবার) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এটি একটি প্রীতি ম্যাচ। বার্সেলোনোর সাবেক গোলরক্ষক হোয়ান কার্লোস উনজুই অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরসিসে (এএলএস) আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসার তহবিল সংগ্রহের জন্যই মূলত ম্যাচটি আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে ম্যানসিটি। নিজেদের সর্বশেষ ম্যাচে নিউক্যাসেলের সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করেছে সিটিজেনরা। অন্যদিকে, লা লিগার পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে বার্সেলোনার অবস্থান। নিজেদের সর্বশেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালানরা।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫