বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি সেবা

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৫০ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : স্বাস্থ্যসেবা থেকে পিছিয়ে থাকা ভোলাহাট উপজেলার স্বাস্থ্য সেবা বঞ্চিতদের সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি সেবা চালু করা হয়েছে। এ সুবিধা পেয়ে খুশির বন্যা বইছে সাধারণ মানুষের মাঝে। ধন্যবাদ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসানকে। ২১ আগষ্ট রবিবার তিনি এ সেবা চালু করেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ভোলাহাট উপজেলা দেশের শেষসীমান্তে অবস্থিত।

স্বাস্থ্যসেবায় তাঁদের একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।এখানে অন্যকোন স্বাস্থ্যসেবা কেন্দ্র না থাকায় এটাই তাঁদের ভরসা। তাই আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি চালু করলাম। তিনি বলেন, এ কাজের জন্য একজন নারী চিকিৎসক দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলাবাসি কমখরচে সেবা নিতে পারবেন বলে জানান। এদিকে আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি সুবিধা পেয়ে খুশি উপজেলার সকল পেশাজীবীরা। ছবিক্যাপশনঃ ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম চালু করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসান নিজেই সেবা প্রদান করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit