বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে তিন ডিম দোকানীকে জরিমানা করা হয়েছে। দোকানে মূল্য তালিকা ও ক্যাশ মেমো না থাকার অভিযোগে পৌর এলাকার ফারুকি পার্কের ওই তিন ডিম ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, ভোক্তা পর্যায়ে ডিমের দাম স্বাভাবিক রাখতে এ অভিযান চলানো হয়। এর মধ্যে ইব্রাহিম ট্রেডার্সকে চার হাজার টাকা, রহমান মিয়ার দোকানকে দুই হাজার ও আকলিমা ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/সকাল ৯.১৭