ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা যায়, নাঈম মাদকাসক্ত হয়ে মাদকদ্রব্য কেনার টাকার জন্য মা-বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই ঘটনায় মা-বাবার অভিযোগের আলোকে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুলিশের সহযোগিতায় মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০০টাকা অর্থদন্ড করা হয়। এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/দুপুর ১২.০২