বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রবিবার সকালে পৌর এলাকার মৌড়াইল আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। ইউনাইটেড কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
দক্ষিণ মৌড়াইল ব্লক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াদুদের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, বি. এম. এ’র সভাপতি ডা. এফ জামান, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪