বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভের (ইঞ্জিন) ‘দুর্বলতার’ বিষয়টি আরো বেশ কয়েকবার চোখে পড়ে। এবার লোকোমোটিভের দুর্বলতার কারণের উঁচুর দিকে উঠতেই পারলো না ট্রেন। পরে পিছিয়ে এনে গতি বাড়িয়ে ট্রেনটি চলানো হয়। শনিবার আখাউড়া-ঢাকা পথের তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনটি নির্ধারিত সময়েই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি দিয়ে পরবর্তী স্টেশন কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে দিকে চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরই ট্রেনটি আর চলতে পারছিলো না।
মেঘনা সেতুর কাছে ট্রেনটি আটকে যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ট্রেনটিকে পিছনের তালশহর স্টেশনে আনা হয়। সেখান থেকে আবার ট্রেনটি ছেড়ে আশুগঞ্জে যাত্রাবিরতি না দিয়ে ভৈরব স্টেশনে যায়। ওই সময় ট্রেনের স্প্রিড বেশি থাকায় চলতে সহজ হয়। কারণ আশুগঞ্জ স্টেশন পার হওয়ার পর সেতুতে উঠতে জায়গাটি একটু উঁচু। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী মো. মনির উদ্দিন জানান, আখাউড়ায় ওরস চলছে বিধায় অতিরিক্ত যাত্রী ছিলো ট্রেনটিতে। যতটুকু জানতে পেরেছি অতিরিক্ত যাত্রীসহ লোকোমোটিভের দুর্বলতায় ট্রেনটি তখন যেতে পারেনি।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৮