ডেস্কনিউজঃ ইনিংসের শুরুতে উইকেট হারালেও বিপর্যয় কাটিয়ে বাংলাদেশের দেয়া লক্ষ্যে পৌঁছাতে লড়ছে স্বাগতিক জিম্বাবুয়ে। দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সিকান্দার রাজা ও রেগিস চাকাভা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠের আজকের এ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে।
ব্যাট হাতে নেমে তামিম ইকবালের হাফ সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৮০ রানের সুবাদে বাংলাদেশ করেছে ২৯০ রান। এ রান এসেছে ৯ উইকেটের বিনিময়ে।
বাংলাদেশের হয়ে এছাড়া বড় সংগ্রহ রয়েছে আফিফ হোসেন (৪১) ও নাজমুল হোসেন শান্তর (৩৮)।
২৯১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে তৃতীয় বলেই উইকেট হারায় দুই ম্যাচের সিরিজের এক জয়ে এগিয়ে থাকা জিম্বাবুয়ে। উইকেটটি নেন হাসান মাহমুদ। পরে তৃতীয় ওভারর পঞ্চম বলে আরেকটি সাফল্য পান হাসান। তৃতীয় উইকেট পড়ে অষ্টম ওভারের শেষ বলে। সেটি পান মেহেদী হাসান। এরপর ১৫তম ওভারের শেষ বলে তাইজুল তুলে নেন চতুর্থ উইকেট।
এরপর আর সফলতা আসছে না বাংলাদেশের।
শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেট ৩৮ ওভারে ২০৫।
কিউএনবি/বিপুল/০৭.০৮.২০২২/ রাত ৮.২৬