তোবারক হোসেন খোকন দুগাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ উপলক্ষে নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে জেলা প্রশাসক এর মিলনায়তনে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। জেলা শিক্ষা অফিসারের আয়োজনে শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গফুর সহ গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
জেলার ৬০ টি কলেজ প্রধানের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে ফারুক আহমেদ তালুকদার কে জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে নির্বাচিত করেন। এছাড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ওই কলেজ থেকে নির্বাচিত হয়েছে পুর্নতা সরকার।
ফারুক আহমেদ তালুকদার ২০১৭ সালের ৫ জানুয়ারী অধ্যক্ষ পদে ওই কলেজে যোগদানের পর দুইবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শিক্ষাবিদ আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার এর ছোট ছেলে। শিক্ষা প্রসারের সাথে থেকে জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করেন। এএমটি ফাউন্ডেশনের মাধ্যমে আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজ, মাদরাসা, মাধ্যমিক স্কুল, ফাইন আর্টস একাডেমি, প্রতিবন্ধি বিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা বিকাশে কাজ করে যাচ্ছেন তিনি। এই অর্জনে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা প্রশাসন, দুর্গাপুর প্রেসক্লাব, সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিগন অভিনন্দন জানিয়েছেন।
এ নিয়ে ফারুক আহমেদ তালুকদার বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আমাকে এ সম্মান দেয়ার জন্য। পরিশ্রম কোন দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে আমাকে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মনোনীত করায় জেলা ও উপজেলা প্রশাসন সহ শিক্ষা বিভাগ কে ধন্যবাদ জানাই।
কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০