আন্তর্জাতিক ডেস্ক : বলপ্রয়োগ করে কখনো তাইওয়ান দখলের চেষ্টা করলে, ৪৮ ঘণ্টায় সফল হওয়ার পরিকল্পনা করছে বেইজিং। যেন ওই সময়ের মধ্যে পশ্চিমা দেশগুলো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ না পায়। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য সানডে টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে। স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের দখলে নেওয়ার ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছে বেইজিং।
দ্বীপটিকে নিজেদের বলেও দাবি করে চীন। গত বৃহস্পতিবার থেকে দ্বীপটিকে ঘিরে নজিরবিহীন সামরিক মহড়া দিচ্ছে চীনা বাহিনী। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে সফরে আসাকে কেন্দ্র করে বেইজিং ক্ষোভ দেখাতে এসব কর্মকাণ্ড চালিয়েছে। চীনের নেতারা ভাবছেন, পুতিন যখন ইউক্রেন আক্রমণ করেন, তখন পশ্চিমাদের প্রতিক্রিয়া জানাতে সময় লেগেছিল কমপক্ষে দুই দিন। এই অভিজ্ঞতা তারা কাজে লাগাতে পারেন।
রাশিয়া ৪৮ ঘণ্টার মধ্যে কিয়েভে ভলোদিমির জেলেনস্কির সরকারকে পতন করতে ব্যর্থ হয়েছিল। ফলে পশ্চিমারা তাদের প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পেয়েছিল। রাশিয়ার এ ভুল থেকেই বেইজিং শিক্ষা নিতে চায়। যাতে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে একই ভুল না হয়।
সূত্র : ইনডিপেনডেন্ট।
কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৪