বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : শেখ কামালের জন্মদিন আয়োজনে ‘কমতির’ অভিযোগ এনে বেশ চটেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এজন্য নেতা-কর্মীদেরকে একহাত নেন তিনি। একইসঙ্গে তিনি নিজের উপরও ক্ষোভ ঝেরেছেন। শুক্রবার ছিলো শেখ কামালের জন্মদিন। এ উপলক্ষে পৌর এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক ব্যানার না দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ক্ষোভের কথা জানান। নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য মোকতাদির চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘গ্যাস ফিল্ডস কম্পানির একটি ব্যানার ছাড়া কোথাও শেখ কামালের জন্মদিনের ব্যানার চোখে পড়েনি। অথচ এই শহরের জনপ্রতিনিধিরা আওয়ামী লীগের, আছে আওয়ামী লীগ দলীয় একাধিক সংগঠন। শেখ কামালকে তথা বঙ্গবন্ধুকে কেউ কেউ আত্মীয় মনে করি। তা না হলে আমরা আমাদের পদ-পদবীর জন্য তাদের ব্যবহার করি। আমি হতাশ হয়েছি শেখ কামালকে নিয়ে তাদের উদ্যোগে কোনো ব্যানার না দেখে।’ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি উপজেলা পরিষদকে কিছু বলবো না। কারণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে নির্বাচিত হননি। জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত। কিন্তু তাদের পক্ষ থেকেও শেখ কামালের জন্মদিনে কিছু করা হয়নি। আজ পরিচয় দিতে লজ্জা লাগছে আমি আওয়ামী লীগের সভাপতি। আমি লজ্জিত যে শেখ কামালের জন্মদিনে তাকে নিয়ে কোনো ব্যানার আমার নজরে আসেনি। ১৪ ব্যানার আওয়ামী লীগ থেকে লাগানোর কথা বললেও আমার চোখে পড়েনি।’
এ বিষয়ে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমারও হয়তো মনে পড়ে নাই বিষয়টি। আমার মনে পড়লে আমিও বলতাম। কিন্তু আমার নির্দিষ্ট সীমানা আছে। এর বাইরে আমি কাজ করি না। আমারও মনে পড়েনি সেজন্য আমি নিজেকে ধিক্কার জানাই আমার নিজের উপর।জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মন্টু, প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি প্রমুখ। সংসদ সদস্য শেখ কামাল সম্পর্কে প্রায় এক ঘন্টা বক্তব্য রাখেন।
কিউএনবি/অনিমা/০৬.০৮.২০২২/সকাল ১০.২৮