ডেস্ক নিউজ : কুড়িগ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণকালে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অমানবিক, দুর্নীতিপরায়ণ থেকে এক ভয়ংকর রক্ত গঙ্গা বইয়ে দেবার দিকে এক মরণঘাতি কর্মসূচি নিয়েছে সরকার। এই সরকারের পতন ঘটাতে হবে। উচ্চ ফলনশীল মিথ্যা কথার জন্ম হয়েছে এই বাংলাদেশে শেখ হাসিনার আমলে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের প্রধানমন্ত্রী সততার প্রতীক, সত্যবাদী। একজন ব্যক্তি যদি সৎ হয়, তাহলে কী ঢাকঢোল পিটিয়ে বলা যায়।