শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

প্রতি টিকিটের ১ টাকা যাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বসুন্ধরা সিটির থিম পার্ক ‘টগি ফান ওয়ার্ল্ড’-এ গতকাল শনিবার দুপুরে দেখা গেল অন্য রকম এক দৃশ্য। সমবয়সী একদল শিশু চারটি গ্রুপে ভাগ হয়ে আনন্দে মেতে উঠেছে। এক রাইড থেকে অন্য রাইডে ছুটছে। তাদের চোখেমুখে দারুণ আনন্দের ঝিলিক। প্রাণখোলা আনন্দে মেতে ওঠা ওই ৪০টি শিশু ‘জাগো ফাউন্ডেশন স্কুল’ রায়েরবাজার শাখার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সন্তান। এ শিশুরা সম্পূর্ণ বিনা মূল্যে ‘টগি ফান ওয়ার্ল্ড’-এ আনন্দ উপভোগ করে। আর যৌথ উদ্যোগে তাদের এই দারুণ সুযোগ করে দিয়েছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

গেমস খেলা শেষে মাহবুব হাসান মিলন নামের এক শিক্ষার্থী বলে, ‘এত দিন শুধু এসব গেমের কথা শুনেছি ও টিভিতে দেখেছি। আজ নিজের বন্ধুদের সঙ্গে অনেকগুলো গেম খেলেছি। আমাদের এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য টগি ফান ওয়ার্ল্ডকে ধন্যবাদ। ’রেশমা আক্তার সিনথিয়া নামের আরেক শিক্ষার্থী বলল, ‘বিনা মূল্যে এসব রাইড উপভোগ করতে পারব কখনো ভাবিনি। এখন পর্যন্ত চারটি গেম খেলেছি ও রাইডে চড়েছি। আরো কয়েকটি চড়ব। ’

একই রকম উচ্ছ্বাসভরা প্রতিক্রিয়া জানাল শাহীন, জিয়াদ আমরিন ও আশরাফুল ইসলাম। মনের অনুভূতি জানিয়ে সবাই বলে, এত দিন শুধু টিভিতে দেখা রাইডগুলোতে চড়তে পেরে তারা খুব খুশি। জাগো ফাউন্ডেশন স্কুল রায়েরবাজারের মাধ্যমিক শাখার শিক্ষক জেনিফা রোকসানা বলেন, ‘শিক্ষার্থীদের এখানে নিয়ে এসে খুবই ভালো লাগছে। কারণ এরা সুবিধাবঞ্চিত। রায়েরবাজারের বস্তি এবং বধ্যভূমি এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরা আমাদের এখানে বিনা মূল্যে পড়াশোনা করে। তাদের পক্ষে এসব জায়গায় সাধারণত ইচ্ছা থাকলেও আসা সম্ভব না। ’

জাগো ফাউন্ডেশনের সিনিয়র কমিউনিটি অফিসার শারমিন আহমেদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্কুলের শিক্ষার্থীদের এখানে বিনা মূল্যে আনন্দ উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা এখানে এসে খুবই রোমাঞ্চিত। কারণ তাদের পরিবারের এসব জায়গায় নিয়ে আসার সামর্থ্য নেই। আশা করি, এখানে এসে তাদের মনটা বড় হবে। একই সঙ্গে স্বপ্নপূরণে পড়াশোনায় আরো মনোযোগী হবে। ’

কল্যাণমূলক এ কার্যক্রম নিয়ে বিকেলে বসুন্ধরা সিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে টগি ফান ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানায়, এখন থেকে প্রতি টিকিটের মূল্য মাত্র এক টাকা বাড়িয়ে তা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রাখা হবে। এই অর্থ তাদের জীবনমান উন্নয়নে বিদ্যানন্দ ও জাগো ফাউন্ডেশনকে দেওয়া হবে। এর অংশ হিসেবে টগি ফান ওয়ার্ল্ডের রাইড ও গেমগুলো উপভোগ করতে পারবে সুবিধাবঞ্চিত শিশুরা।

এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সচিব ও টগি ফান ওয়ার্ল্ডের ইনচার্জ মাসুদুর রহমান মান্না বলেন, ‘যাদের শরীর অন্যদের মতো সুস্থ নয়, তাদের নিয়ে কিছু করার তাগিদ থেকেই বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে। ’

বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসাই করে না, সাধারণ অসহায় মানুষের পাশেও দাঁড়ায় উল্লেখ করে মাসুদুর রহমান করোনার সময়ে দেশের সব জেলায় ত্রাণ সরবরাহ করা, নিয়মিতভাবে গৃহহীন মানুষের জন্য বিনা মূল্যে গৃহ নির্মাণ, দুস্থ নারীদের সেলাই মেশিন দেওয়া, অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা করা ও গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কথা তুলে ধরেন। মাসুদুর রহমান মান্না আরো বলেন, সার্বিক কল্যাণমূলক কাজের অংশ হিসেবেই বন্ধু দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই আয়োজন করা হয়েছে।

বসুন্ধরা সিটি শপিং মল এবং বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের ইনচার্জ মেজর (অব.) মো. মহসিনুল করিম বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়েও বসুন্ধরা গ্রুপ কাজ করছে। বর্তমানে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনে ১১ ধরনের ১০৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে। তাদের পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে শিক্ষাসংশ্লিষ্ট সব খরচ বহন করছে ফাউন্ডেশন। টগি ফান ওয়ার্ল্ড দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে উদ্যোগ নিয়েছে, আশা করি ভবিষ্যতেও এ ধরনের আরো উদ্যোগ নেওয়া হবে। ’

জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভী রাখসান্দ বলেন, ‘জাগো ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের গুণগত শিক্ষাদানে কাজ করছে। বর্তমানে সাড়ে চার হাজার শিক্ষার্থীকে বিনা মূল্যে পড়াশোনা করানো হচ্ছে। বসুন্ধরা গ্রুপের টগি ফান ওয়ার্ল্ড সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এগিয়ে আসায় খুবই ভালো লাগছে। ’

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামিল উদ্দিন বলেন, ‘বিদ্যানন্দ মানে বিদ্যার সঙ্গে আনন্দ। নারায়ণগঞ্জে মাত্র ১৫ জন নিয়ে যাত্রা শুরু করেছিল বিদ্যানন্দ। সুবিধাবঞ্চিত শিশুরা এক টাকার বিনিময়ে বিদ্যা ও খাদ্য পেয়ে থাকে বিদ্যানন্দের মাধ্যমে। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই প্রতি টিকিটের দাম থেকে এক টাকা করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রাখার জন্য। এই টাকার বিনিময়ে দরিদ্র শিশুরা আনন্দ উপভোগ করবে। ’

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit