বিনোদন ডেস্ক : বিয়ের পর থেকে বরের জিনিস চুরি করার প্রবণতা স্ত্রীদের থাকে। প্রায় সময় ঘরের বউরা স্বামীর মানিপার্টস থেকে টাকা চুরি করে রাখে, কেউ সেই টাকা জমায় এবং কেউ পছন্দের জিনিস কেনেন। কিন্তু বলিউড নায়িকা আলিয়া ভাট অন্য জিনিস চুরি করেন। তার অবশ্য টাকা-পয়সার দরকার নেই, তাই টাকা নয়; একেবারে অন্য জিনিস তার পছন্দ।
আলিয়া জানান, রণবীর এখন বাড়িতে নেই। তাই এই সুযোগে স্বামীর পোশাকে নিজেকে সাজিয়ে নিয়েছেন। ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘স্বামী যখন দূরে, তখন তার জামা চুরি করেই আমি আমার লুক সম্পূর্ণ করেছি।’ছবি পোস্ট করার ২০ ঘণ্টার মধ্যে এতে ১৮ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। হাজার হাজার মন্তব্যের মধ্যে বলিউডের কয়েকজন তারকাও আছেন। আলিয়ার এমন কাণ্ডে মজা পেয়েছেন তারা সবাই। আগামী ৫ আগস্ট মুক্তি পাবে আলিয়ার ‘ডার্লিংস’। নেটফ্লিক্সে দেখা যাবে এটি। তবে ইতোমধ্যে ট্রেলার মুক্তি পেয়েছে। কাহিনিতে আলিয়া ভাট তার স্বামীকে উচিত শিক্ষা দিতে চান। কেমন শিক্ষা দেবেন সেটি ৫ আগস্ট বোঝা যাবে।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৫২