আন্তর্জাতিক ডেস্ক : নাৎসি নেতা এডলফ হিটলারের একটি ঘড়ি ৯ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। বিবিসি জানিয়েছে, ১.১ মিলিয়ন ডলারে ঘড়িটি নিলামে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে। হুবার টাইমপিসের ঘড়িটি অজ্ঞাত এক ব্যক্তি কিনেছেন। মেরিল্যান্ডের আলেকজান্ডার হিসটোরিকাল অকশনে ঘড়িটি বিক্রির আগে ইহুদি নেতারা তীব্র নিন্দা জানান।
তবে নিলাম প্রতিষ্ঠানটির দাবি, ইতিহাস সংরক্ষণের জন্য ঘড়িটি নিলামে বিক্রি করা হয়েছে। হিটলার ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির নেতৃত্বে ছিলেন। তিনি প্রায় এক কোটি ১০ লাখ মানুষকে হত্যা করেছিলেন। তাদের মধ্যে ইহুদি হওয়ার কারণে মারা পড়েছিল ৬০ লাখ মানুষ। নিলামে বিক্রি হওয়া ঘড়িটির ব্যাপারে বলা হয়েছে, সম্ভবত ১৯৩৩ সালে হিটলারকে জন্মদিনের উপহার হিসেবে দেওয়া হয়েছিল সেটি। ওই সময় হিটলার চিলেন জার্মানির চ্যান্সেলর।
সূত্র: বিবিসি।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮