স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো, ক্লাবের সঙ্গে সর্বশেষ সভায় নাকি পরিষ্কারভাবে বলেছেন তিনি। উল্টো দিকে ম্যানইউর বার্তা—বিক্রির জন্য নয় এই কিংবদন্তি। এদিকে ইংলিশ সংবাদমাধ্যমে রোনালদোকে নিয়ে বিভিন্ন সংবাদ ছড়িয়ে পড়ার পর আর চুপ থাকেননি রোনালদো। ইনস্টাগ্রামের একটি পোস্টের প্রতিবাদ করে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমাকে নিয়ে এক দিন কথা না বলাটা অসম্ভব।
তবে সব গুঞ্জনের পর রোনালদো থাকছেন ম্যানইউতেই। আজ না খেললেও রবিবার রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যানইউয়ের জার্সি গায়ে দেখা যাবে সিআরসেভেনকে। গতকালই ইনস্টাগ্রামে এক প্রশ্নের জবাবে এই পর্তুগিজ তারকা নিজেকে ‘রাজা’ বলে অবহিত করেছেন। লিখেছেন, ‘রবিবার রাজা খেলবেন। ’
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৬