স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে ধোলাই হওয়ার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে উইন্ডিজ। টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পছন্দের ফরম্যাট। বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। তাদের খেলার ধরন এই ফরম্যাটের সঙ্গে মানানসই।
তাই ভারতের কাছে ৬৮ রানের বড় পরাজয় মেনে নিতে পারছেন না ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের বিপুল চাহিদা থাকে। আইপিএলের প্রায় প্রতিটি দলেই সে দেশের ক্রিকেটার দেখা যায়। সেই ফরম্যাটে হেরে তাই বেশি হতাশ ক্যারিবিয়ান অধিনায়ক পুরান বলেন, ‘১৮ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। কিন্তু শেষ দুই ওভারে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা শৃঙ্খলা বজায় রাখতে পারিনি। তার খেসারত দিতে হয়েছে। ভারতীয় ব্যাটাররা সুযোগ কাজে লাগিয়েছে। ‘
ব্যাট করার সময়ও তারা সুযোগ কাজে লাগাতে পারেননি বলে জানিয়েছেন পুরান। তিনি বলেন, ‘শুরুটা ভালো হয়েছিল। কিন্তু আমাদের ব্যাটাররা সেটা কাজে লাগাতে পারেনি। কেউ বড় ইনিংস খেলতে পারেনি। যে কারণে বড় রান তাড়া করতে গিয়ে আমরা মুখ থুবড়ে পড়ি। অবশ্যই প্রথম ম্যাচে এভাবে হারায় দলের ক্রিকেটাররা হতাশ। কিন্তু এখনো চার ম্যাচ বাকি। তাই আমরা সিরিজে ফিরে আসার চেষ্টা করব। এই ম্যাচে যে ভুল করেছি সেগুলো পরের ম্যাচে যাতে না হয় সেদিকে নজর রাখব। ‘
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০