তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন:সাধারণ সম্পাদক মাসুদ ইকবালের উপর গুরুতর হামলা করেছে সন্ত্রাসীরা। এর বিচারের দাবীতে মঙ্গলবার দুপুরে আহত মাসুদ ইকবাল দুর্গাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, তার ব্যাবসায়িক অংশীদার সুরমী আক্তার সুমীর কাছে দুইটি ড্রেজার বিক্রির দুইলক্ষ চব্বিশ হাজার টাকা পরিশোধে টালবাহানা শুরু করলে সুরমী আক্তারের ভাতিজা রাজিবুল হাসানের মাধ্যমে ওই টাকা পরিশোধ করে দিবেন বলে জানান।
পরবর্তীতে গত ১৯ জুলাই মোবাইল ফোনের মাধ্যমে রাজিবুল হাসানের কাছে ওই টাকা চাইলে সে আমায় অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান করে। পরে ওইদিন রাত ১০টার দিকে পৌরশহরের চকলেঙ্গুরা এলাকায় আমার বাসা ঘেরাও করে আমার আত্মীয়তার সুবাদে মুকুট মিয়া আমাকে ঘর থেকে বাহির করে নিয়ে আসা মাত্রই সাগর খান, রাজিবুল হাসান সহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আমার উপর অতর্কিত হামলা শুরু করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। ওদের হাতে থাকা রামদা‘র কোপে আমার কপালের বাম পার্শ্বে গুরুতর কাঁটা জখম হয়। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাদেরকেও প্রাণনাশের হুমকি দেয়। এ সময় আমার স্ত্রী ফাতেমা খাতুন ফেরাতে এলে তারও শ্লীলতাহানির চেষ্টা করে গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়।
অন্য হামলাকারীগন ওইসময় ঘরে এসে আসবাবপত্র ভাংচুর করে ঘরের আলমিরাতে থাকা ব্যবসার বিশ লক্ষ টাকা নিয়ে যায়। ওই সময় আমার অবস্থা আশঙ্কাজনক থাকায় স্থানীয় লোজকন আমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে আমি বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে যায়। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি। আপনাদের মাধ্যমে এর সুষ্ঠ বিচার দাবী করছি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাসুদ ইকবালের সহধর্মিনী ফাতেমা খাতুন, তার ভাতিজা আশিকুজ্জামান প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮