স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে দুই উইকেটে হারিয়েছে ভারত। ত্রিনিদাদে বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে প্রায় হারা ম্যাচ জিতিয়েছেন অক্ষর প্যাটেল। ক্যারিবীয়দের দেওয়া ৩১২ রানের লক্ষ্য ভারত তাড়া করেছে ২ বল হাতে রেখে। রবিবার রাতের এই জয়ে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে ভারতের।
এই জয়ে ভারত গড়েছে অনন্য এক রেকর্ডও। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে টানা দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড করল ভারত। টিম ইন্ডিয়া টপকে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। এর আগে, জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ১১টি সিরিজ জিতেছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারত জিতেছে ১২টি ওয়ানডে সিরিজ।
একনজরে টানা ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড
১২ – ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০০৭-২০২২)
১১ -পাকিস্তান বনাম জিম্বাবোয়ে (১৯৯৬-২০২১)
১০ – পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ (১৯৯৯-২০২২)
৯ – দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে (১৯৯৫-২০১৮)
৯ – ভারত বনাম শ্রীলঙ্কা (২০০৭-২০২১)
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০