স্পোর্টস ডেস্ক : গত জুনে ১২ বছরের সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ান পপতারকা শাকিরা। এরপর থেকেই নানা সমালোচনার শিকার হচ্ছেন পিকে। বাদ গেল না মাঠের ফুটবলেও। যুক্তরাষ্ট্রে রিয়াল ও বার্সার মধ্যকার ম্যাচেও শাকিরার সঙ্গে বিচ্ছেদের জন্য উভয় দলের সমর্থকদের কাছ থেকে দুয়ো পেয়েছেন পিকে।
ইউরোপীয় ফুটবল হোক কিংবা অন্যান্য ক্রীড়ার জগত সর্বত্রই বিরাজমান ‘পরকীয়া’ প্রেম। বলা ভালো ক্যান্সার রোগের মতন আষ্টেপৃষ্ঠে বেঁধে ধরেছে এই সমস্যা। সেই ‘পরকীয়া’ প্রেমের জেরেই ভেঙ্গে যায় পিকে ও শাকিরার এক দশকের অধিক সময়ের সংসার। স্প্যানিশ গণমাধ্যমের খবর ছিল পরকীয়া প্রেম ডুবেছেন পিকে। আর বিষয়টি জানতে পারেন শাকিরা। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল, পিকের এমন কর্মকাণ্ডের সব প্রমাণ আছে শাকিরার কাছে। তাই সংসারে ধরে ফাটল। একসঙ্গে না থাকার সিদ্ধান্ত নেন শাকিরা।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ চলাকালীন সময়ে যখনি পিকের পায়ে বল পড়েছে তখনি উভয় দলের সমর্থকরা তাকে দুয়ো দিয়েছে। ‘শাকিরা, শাকিরা’ ধ্বনিতে স্টেডিয়াম মুখরিত করে তোলেন সমর্থকরা। । এছাড়া সমর্থকরা টুইটারে পিকেকে নিয়ে সমালোচনা করে টুইটও করেছে।
এল ক্লাসিকো শেষে সংবাদ সম্মেলনে আসা বার্সেলোনা ফুটবলার জর্দি আলবা বলছেন,’আমরা শব্দ শুনতে পেয়েছি কিন্তু সেটা কি সম্পর্কে ছিল তা জানি না। আমি মনে করি এটা নিয়ে পিকে এতটা চিন্তিত নয়। দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে দুয়ো দেওয়া হচ্ছে তাই মনে করি না যে, আজ রাতে সে (পিকে) তাঁর ঘুম হারাবে। বরং প্রশংসার চেয়ে এমন দুয়োর পর পিকে আরও অনুপ্রেরণা পাবে। ‘
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৫