সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা আমিমুল এহসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজাসহ প্রমুখ। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৩