উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পরিচালিত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শওকত আকবর খাঁন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে কয়েক মাস পূর্বে অনুষ্ঠিত মেধা যাচাই পরিক্ষা ও বেশ কিছু খেলাধুলা প্রতিযোগিতার ইভেন্টে অংশ গ্রহন করা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারীদের পুরষ্কারে ভূষিত করা হয়। এসময় ছাত্র ছাত্রী, শিক্ষক সহ প্রায় ১৫০ জনকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক, সনদপত্র, ক্রেষ্ট ও ট্রফি প্রদান করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আখাউড়ায় তৃতীয় বারের মত এবারও মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন, উপজেলার পৌরসভার অন্তর্গত দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ মাহফুজুর রহমান। তিনি বলেন একজন ভাল শিক্ষক হওয়ার আগে তাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। আমার এই অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন ও সুনাম বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের। দোয়া করবেন যতদিন আমি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকি ততদিন যেন আমার কাজ আমি সঠিকভাবে পালন করতে পারি। এছাড়াও দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়টি যেন উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্মানের আসনে দাড়াতে পারে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সর্বাঙ্গিক সহযোগিতা কামনা করেন তিনি।
কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৬