মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশানের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হাক্কানী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী (জিপি) সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সভায় সরকারের ভিশন বাস্তবায়নের লক্ষে জেলার প্রতিটি দপ্তরের সাথে প্রতিটি সপ্তরকে সমন্বয় রেখে যথাসময়ে জনগনের সেবার মান নিশ্চিত করার ব্যাপারে সকলকে আরো সচেষ্ট হওয়ার আহবান জানান বক্তারা।
কিউএনবি/অনিমা/ ২৩.০৭.২০২২/বিকাল ৩.৪০