বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘আপন ঠিকানা’ নামে একটি সংগঠনের উদ্যোগে ছিন্নমূল মানুষের খাবারের ব্যবস্থা করার কার্যক্রম উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে পৌর মুক্তমঞ্চে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খ আ ম( হারুণুর রশিদ ঢালী এ কার্যক্রমের মূল উদ্যোক্তা। তিনি ‘আপন ঠিকানা’ সংগঠনের সভাপতি। প্রতিমাসে অন্তত দুইদিন দুপুর বেলা ছিন্নমূলদের খাওয়ানো হবে। উদ্বোধনী দিনে তিন শতাধিক মানুষকে খাওয়ানো হয়।

খ আ ম হারুনুর রশিদ ঢালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, আইনশৃংখলা কমিটির সদস্য শফিকুল ইসলাম রংগু, মো. শরীফুল ইসলাম ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, ফারজানা রশিদ ঢালী প্রমুখ। বক্তারা এমন মানবিক কাজের প্রশংসা করেন। আয়োজকরা জানান, দিনকে দিন এর পরিধি বাড়ানো হবে।
কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৭