আন্তর্জাতিক ডেস্ক : শীর্ষ ধনকুবেরের হিসাবটাও অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়, তখন বড় দাতব্য অনুদানের খবর সমানে আছে। অংকের সহজ সূত্র অনুযায়ী মোটা অর্থ দান করলে নিজের মোট সম্পদ কমবে। সেই সূত্র মেনে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ২০ বিলিয়ন ডলার দান করে দেওয়ায় বিল গেটসের সম্পদের পরিমাণ কমেছে।
৮৭.৭ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে এই তালিকায় দশমস্থানে রয়েছেন ভারতের আরেক শীর্ষ ধনী মুকেশ আম্বানি। গৌতম আর মুকেশ দুজনের সম্পত্তিই কোভিডের প্রতিকূল পরিস্থিতির পরও বৃদ্ধি পেয়েছে। বিশ্বের ধনীতমদের তালিকায় দুজনেই একাধিকবার জায়গা পেয়েছেন। আপাতত, মুকেশ আম্বানিকে টপকে অনেকটা উপরে উঠে এসেছেন গৌতম আদানি। এখন দেখার এই তালিকায় কতদিন তিনি টিকে থাকেন। এদিকে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ২০ বিলিয়ন ডলার দান করার পর ১০২ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন বিল গেটস।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:২৪