আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান সোমবার বলেছেন, যদি ফিনল্যান্ড-সুইডেন জঙ্গিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না দেয় এবং জঙ্গিদের নির্মূলে তুরস্ককে যেসব কথা দিয়েছে, সেগুলো না রাখে তাহলে তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি অনুমোদন দেবে না তুরস্কের সংসদ।
এদিকে ন্যাটোর সদস্যপদ পেতে জুন মাসের শেষের দিকে ন্যাটোর সম্মেলনে তুরস্কের সঙ্গে একটি চুক্তি করে ফিনল্যান্ড-সুইডেন। সেই চুক্তি অনুযায়ী- ফিনল্যান্ড-সুইডেনে বসবাস করা এবং আশ্রয় নেওয়া যেসব জঙ্গিদের তুরস্ক ফেরত চায় তাদের ফিরিয়ে দেওয়া হবে। তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং ওয়াইপিজেসহ কুর্দিস জঙ্গি সংগঠনগুলোকে সহায়তা দেওয়া বন্ধ করতে হবে।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার আবেদন করে ফিনল্যান্ড এবং সুইডেন।
সূত্র: ডেইলি সাবাহ
কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:২৭