তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজের ১৬ ঘন্টা পর উজ্জল হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কাকৈরগড়া ইউনিয়নের রামপুর এলাকায় সোমেশ্বরী নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। এর আগে শুক্রবার বিকেলে রামপুর গ্রামে ভলগেট ও যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হন উজ্জল হোসেন। নিখোঁজ যুবক ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর ফেরী ঘাট থেকে ২০/২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশ্য ছেড়ে আসে। পথে কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী এলাকায় ভলগেটের সাথে যাত্রীবাহী নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হলে নৌকাতে থাকা সকল যাত্রী নদীতে পড়ে যায়। এই দৃশ্য দেখে নদীতে থাকা অন্যান্য নৌকা সহ স্থানীয়রা তাদের উদ্ধার করলে নিখোঁজ হয় উজ্জল হোসেন।
অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার কাজ চালালেও উদ্ধারে ব্যর্থ হয় তারা। পরে শনিবার সকালে ঘটনাস্থলে উজ্জলের লাশ ভেসে ওঠে। দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত এনামুল হক জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২০