মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : যশোর জেলা যুবদলের সিনিয়ির সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জয়পুরহাট জেলা যুবদল। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে শহরের স্টেশন রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাইহান উজ্বল প্রধান,যুগ্ম আহ্বায়ক মোনজুরে মওলা পলাশ, রেজভী আহমেদ, আনিছুর রহমান, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম রাজিব, আতিকুর রহমান সোহাগ, শহিদুল আকরাম সোহেল, অলিউল্লা খান রতন ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
তারা বদিউজ্জামান ধনিকে নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু বদিউজ্জামান ধনি নয়, এদেশে গুম খুন হচ্ছে কথায় কথায়। কেউ কোন বিচার পাচ্ছে না। আমারা ধনি হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও দ্রুত সমযয়ে এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।