আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং সাবেক মন্ত্রী বাসিল রাজাপক্ষে আজ তাদের আইনজীবীদের মাধ্যমে একটি প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলেছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা একটি আবেদনের শুনানি আগামীকাল না হওয়া পর্যন্ত তারা দেশ ছেড়ে যাবেন না। দেশটিতে পাঁচ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ কাল শুনানি করবে। সেখানে প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া, বিচারপতি বুওয়ানেকা আলুভিহারে, বিচারপতি প্রিয়ন্ত জয়বর্ধন, বিচারপতি বিজিথ মালালগোদা এবং বিচারপতি এলটিবি দেহিদেনিয়া।
এদিকে গোতাবায়া রাজাপক্ষে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে চড়ে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে মালদ্বীপ ছেড়ে চলে গেছেন। ডেইলি মিরর পত্রিকা এ খবর জানিয়েছে। গোতাবায়া তার স্ত্রী এবং কলম্বো থেকে তার সঙ্গে পালিয়ে যাওয়া দুই নিরাপত্তা কর্মকর্তাসহ সিঙ্গাপুরে যাচ্ছেন। মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ সদস্যরা তাকে বিমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। শ্রীলঙ্কার সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভকারীরা দুজন সৈন্যকে নৃশংসভাবে পিটিয়েছে। পার্লামেন্ট ভবনের পাশে গত রাতে এ ঘটনা ঘটেছে। সৈন্যদের পিটিয়ে তারা দুটি অটোমেটিক টি-৫৬ রাইফেল কেড়ে নিয়ে গেছে।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার নিলানথা প্রেমরত্ন বলেছেন, ওই দুই সৈন্যকে ব্যাপক মারপিট করা হয়েছে। পার্লামেন্ট এলাকায় হামলা চালানো বিক্ষোভকারীরা ওই দুই সৈন্যের অস্ত্র ও গোলাবারুদ চুরি করেছে। কেড়ে নিয়ে যাওয়া এসব অস্ত্র ব্যবহার করে সহিংসতা চালানো হতে পারে বলে তিনি জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, গতকাল বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন সৈন্য আহত হয়েছেন। তারা সেনা হাসপাতালে চিকিৎসা নেন।
সূত্র : ডেইলি মিরর।
কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮