আন্তর্জাতিক ডেস্ক : সুয়েদি মুরেকেজি নামে একজন আমেরিকান নাগরিকের ভাই জানিয়েছেন, তার ভাইকে খেরসন থেকে ‘বিদেশী ভাড়াটে সেনা’ আখ্যা দিয়ে আটক করেছে রুশ সেনারা। তারপর তাকে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী দোনেৎস্কে নিয়ে যাওয়া হয়েছে।
এর মাধ্যমে তিনজন আমেরিকান নাগরিককে আটক করে নিজেদের জিম্মায় নিয়েছে রাশিয়া।
সুয়েদি মুরেকেজির ভাই জানিয়েছেন, তার ভাই গত দুই বছর যাবত খেরসনে বসবাস করে আসছেন।
তিনি আরও জানিয়েছেন, তারা বেশ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন। কারণ তার ভাই বিপদে আছেন।
আমেরিকান এ ব্যক্তির ভাই আরও জানান, তারা এক মাস যাবত সুয়েদির সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলেন না। ৭ জুলাই সকালে হঠাৎ একটি ফোন আসে। সেই ফোনে সুয়েদি নিজে কথা বলে জানান, তাকে খেরসন থেকে আটক করে দোনেৎস্কে নিয়ে যাওয়া হয়েছে।
সুয়েদি ফোনে আরও জানিয়েছেন, তাকে রাখা হয়েছে আটক অপর দুই আমেরিকান আলেক্সান্ডার দ্রুয়েকে এবং অ্যান্ডি টাইয়ের সঙ্গে।
এ আমেরিকানের ভাই দাবি করেছেন, সুয়েদি চার বছর আগে ইউক্রেনে যান। ২০২০ সালে তিনি খেরসনে বসবাস শুরু করেন। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি রুশদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেননি।
সূত্র: দ্য গার্ডিয়ান
কিউএনবি/অনিমা/ ১৩.০৭.২০২২/ রাত ১০.৫৫