আন্তর্জাতিক ডেস্ক : গন্তব্যে পৌঁছানোর পর আর ভারতে ফিরতে পারল না স্পাইসজেটের একটি বিমান। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমানটিকে উড্ডয়নের অনুমতিই দিলেন না প্রকৌশলীরা। দুবাই গিয়ে সেখান থেকে আবার যাত্রী নিয়ে ভারতে ফেরার কথা ছিল বিমানটির। শেষ পর্যন্ত যাত্রীদের ফেরাতে একটি উদ্ধারকারী বিমান পাঠাতে হয় দুবাইয়ে।
গত কয়েক দিনে স্পাইসজেট বিমানে ধারাবাহিক বিভ্রাটের ঘটনা প্রবাহে এটি সাম্প্রতিক সংযোজন। ভারতের বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ জানিয়েছে, ১১ জুলাই স্পাইসজেটের বি৭৩৭ বিমানটির নোজ হুইলে গোলমাল ধরা পড়ায় সেটি দুবাই থেকে দেশে ফিরতে পারেনি।
যাত্রী নিয়ে বিমানটি অবতরণ করার পর পরীক্ষা-নিরীক্ষা করার সময় দেখা যায়, বিমানটির সামনের দিকের চাকা বা নোজ হুইলটি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি চাপা। বিমান পরীক্ষকরা কোনো ঝুঁকি না নিয়েই স্পাইসজেটের বিমানটির উড্ডয়নের অনুমতি শেষমুহূর্তে বাতিল করে দেয়।
স্পাইসজেট জানিয়েছে, এ ঘটনায় যাত্রীদের তেমন অসুবিধা হয়নি। দ্রুত তাদের জন্য একটি উদ্ধার-বিমান পাঠানো হয় দুবাইয়ে। তাতেই ভারতে ফিরেছেন যাত্রীরা।
তবে বিমানে যান্ত্রিক গোলযোগের কারণ সম্পর্কে স্পাইসজেট কিছু জানায়নি। মঙ্গলবার ডিজিসিএ জানিয়েছে, তারা এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।
সূত্র: আনন্দবাজার।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪