তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মনিসিংহ এর স্মৃতি রক্ষায় বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত ‘‘কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর’’ পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সংস্কৃতি মন্ত্রনালয় মোঃ কামরুজ্জামান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমরেড মনিসিংহের একমাত্র সন্তান সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ডাঃ দিবালোক সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫